ইইউ প্রতিনিধি দলের ড. ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ
- By Jamini Roy --
- 06 November, 2024
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপোলিনি বুধবার (৬ নভেম্বর) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ বৈঠকটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার পরিস্থিতি এবং সার্বিক উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।
ইইউ প্রতিনিধি দল বিশেষভাবে আগ্রহী ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে ইইউ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সাথে আগামী দিনের সম্ভাব্য কৌশল নিয়ে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে মাইকেল মিলার এবং পাওলা পামপোলিনি বাংলাদেশের প্রতি ইইউর আন্তরিক সহযোগিতার কথা ব্যক্ত করেন এবং এ অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন।